অপহরণের হাত থেকে রক্ষা পেলেন স্কুলছাত্রী
টি.আই সানি,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে টাঙ্গাইল শাহিনের মাওনা শাখার গাড়ি চালকের মাধ্যমে অপহরণের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই প্রতিষ্ঠানেরই ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। এদিকে প্রতিষ্ঠানের পরিচালকগণ অপহরণের বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য উঠেপড়ে লেগে লেগেছেন। ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, পৌর শহরের একটি এলাকা থেকে মাওনা বাজার সড়কের প্রশিকা মোড়ে অবস্থিত টাঙ্গাইল শাহিনের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ের দেয়া গাড়িতে নিয়মিত যাতায়াত করতো। প্রতিদিনের মতো বুধবার সকালে সে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ির সামনে প্রতিষ্ঠানের নির্দিষ্ট গাড়ির জন্য জন্য অপেক্ষা করতে থাকে। এসময় প্রতিষ্ঠানের নিযুক্ত গাড়ির চালক আনোয়ার হোসেন ছাত্রীকে জানায় গাড়িটি নষ্ট তাই একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) করেই তাকে আজ স্কুলে যেতে হবে। এসময় তাকে নিয়ে গাড়ির কাছে নিয়ে যায় আনোয়ার হোসেন। পরে ছাত্রীটির বাবাকে ফোনে জানায় গাড়ি নষ্ট থাকায় আজ সে আসছে না, ব্যক্তিগত ভাবেই আজ গাড়িতে স্কুলে যেতে হবে। গাড়িতে অন্য কোন ছাত্র-ছাত্রী না থাকা, চালক ও বিপরীত আসনে অপরিচিত লোক বসে থাকায় ছাত্রীটি গাড়িতে উঠতে অনীহা প্রকাশ করলে তাকে জোড় করে উঠানো চেষ্টা করা হয়। পরে ছাত্রীটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে ছাত্রীকে উদ্ধার করে প্রতিষ্ঠানের চালক আনোয়ার হোসেনকে আটক করে পিটুনি দেয়।এসময় প্রাইভেটকারে থাকা আরোও দুইজন দ্রুত গাড়ি নিয়ে সটকে পরে। পরে ছাত্রীটির বাবা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্কুল কর্তৃপক্ষকে খবর দিলে তারা এসে গাড়ির চালক আনোয়ার হোসেনকে তাদের জিম্মায় ছাড়িয়ে নিয়ে যায়। এবিষয়ে বিদ্যালয়ের পরিচালক এসএম শামীম জানান, এঘটনায় গাড়ির চালক আনোয়ার হোসেনকে বরখাস্ত করা হয়েছে এবং ছাত্রীর পরিবারের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে সাংবাদিকদের জানান। এব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।